চুলে হেয়ার স্ট্রেটনার ব্যবহারে যত ক্ষতি
ঢেউখেলানো, কোঁকড়া চুলের মানুষের মুখে প্রায়ই এমনটা শোনা যায়। তাই চুল সোজা করার আশায় পারমানেন্ট স্ট্রেট করাচ্ছেন অনেকেই।
যাঁরা ওই রাস্তায় যাচ্ছেন না, হেয়ার স্ট্রেইটনারের শরণাপন্ন হচ্ছেন দিনের পর দিন। হেয়ার স্ট্রেইটনার দিয়ে চুল সোজা করছেন, সোজা করার পর আবার কোঁকড়া হচ্ছে। যেটাই করা হোক না কেন, চুলের কিন্তু বারোটা বেজে যাচ্ছে।
এমন হেয়ার স্ট্রেইটনার কিনুন যেটি দিয়ে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায়। কারণ আপনি হয়তো এমন হেয়ার স্ট্রেটনার ব্যবহার করছেন যেটি ক্রমেই চুল পুড়িয়ে ফেলছে। তাপমাত্রা নিয়ন্ত্রণ করা গেলে এই সমস্যা থেকে রেহাই পাবেন।
তাই হেয়ার স্ট্রেইটনার ব্যবহারের আগে মেনে চলুন নিচের নিয়মগুলো।
সিরামিক প্লেটের স্ট্রেইটনার ব্যবহার করুন।
অনেকে মনে করেন ভেজা চুলে হেয়ার স্ট্রেইটনার ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়। বাস্তবে এমন করলে চুল শুষ্ক ও রুক্ষ হয়ে পড়ে।
স্ট্রেইটনার ব্যবহারের আগে চুল ভালোভাবে শুকিয়ে নিন।
একই জায়গার চুল প্রতিবার স্ট্রেইট করবেন না। অনেকে বিষয়টি না বুঝেই চুলের ভয়ানক ক্ষতি করে বসি। চুলের প্রতিটি অংশ একবার স্ট্রেইট করাই যথেষ্ট।
যেদিন হেয়ার স্ট্রেইটনার ব্যবহার করবেন, সেদিন গোসলের সময় থেকেই প্রস্তুতি নিন। শ্যাম্পু করার পর ভালোভাবে কন্ডিশনার ব্যবহার করুন।
ঘন ঘন চুল স্ট্রেইট করলে পার্লারে গিয়ে চুলে স্পা করাতে পারেন।
সপ্তাহে দুই থেকে তিন দিন চুলে তেল মালিশ করুন। হেয়ার স্ট্রেইটনার সিরাম ব্যবহার আবশ্যক।
স্ট্রেইটনিং এর সময় চুলের ক্ষতি কমাতে হিট প্রোটেক্টিং সিরাম বা স্প্রে ব্যবহার করতে পারেন।
স্ট্রেইটনার ব্যবহারের আগে চুল শুকিয়ে নিন। মনে রাখবেন, ভেজা চুলে আয়রন করলে চুলের ফাইবার পুড়ে যাওয়া ও দুর্বল হয়ে পড়ার আশঙ্কা অনেক বেশি।