৩৫০ বছরের রেকর্ড ভেঙ্গে মাত্র কুড়ি বছর বয়সে ব্রিটিশ সংসদ সদস্য!
বিগত ৩৫০ বছরের রেকর্ড ভেঙ্গে ব্রিটেনের সর্ব কনিষ্ঠ সংসদ সদস্য হলেন স্কটিশ ন্যাশনাল পার্টি-র মাড়ি ব্ল্যাক । ২০-বছর বয়সী এই বিশ্ববিদ্যালয় ছাত্রী বর্তমানে গ্লাসগো শহরের দক্ষিণে পেইসলি এবং রেনফ্রিশায়ার নির্বাচনী আসনের প্রতিনিধি। সংসদ নির্বাচনে প্রার্থী হবার জন্য নূন্যতম বয়স ২০০৬ সালে ২১ বছর থেকে কমিয়ে ১৮ করা হয়।
এর আগে সব চেয়ে কনিষ্ঠ সংসদ সদস্য ছিলেন আলবেমার্ল-এর ডিউক ক্রিস্টোফার মঙ্ক, যিনি ১৬৬৭ সালে মাত্র ১৩ বছর বয়সে হাউস অফ কমন্স-এ আসন গ্রহণ করেন।
মাড়ি ব্ল্যাক বব ডেলান এবং দ্য স্পাইস গার্লস-এর গান পছন্দ করেন। তিনি লেবার পার্টির সব চেয়ে নামী নেতাদের অন্যতম, পররাষ্ট্র বিষয়ে দলের মুখপাত্র ডগলাস আলেকজান্ডারকে পরাজিত করেন।
সূত্রঃ বিবিসি